নিচে কয়েকটি অধিক ব্যবহারকৃত অ্যাপস নিয়ে কলদাতার নাম ঠিকানা বের করুন মোবাইল ফোনে থেকে নিমিষেই
মোবাইল ফোন লোকেটর অ্যাপসঃ
অচেনা নাম্বার থেকে ফোন আসলে ফোনদাতার রেজিস্টার্ড করা নাম জানাবে এই অ্যাপটি। এটির অন্যতম সুবিধা হচ্ছে, এটি ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করবে। কল চলাকালীন সময়ে কলারের ও প্রাপকের বিস্তারিত জানিয়ে দেয় এই অ্যাপটি। গুগল ম্যাপের সাহায্যে এই অ্যাপ কলার ও প্রাপকের লোকেশনও জানিয়ে দেবে।ট্রু কলার অ্যাপসঃ
কল লোকেটর অ্যাপস হিসেবে সবচেয়ে জনপ্রিয় এই অ্যাপটি। এর সাহায্যে বিশ্বের যে কোনো দেশের কলারের নাম ও ঠিকানা জানা যাবে। ট্রু কলার অ্যাপসটি পাবেন গুগল প্লে স্টোরে। এটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর দেখবেন কোন অচেনা নাম্বার থেকে কল আসলেই আপনার ফোনের পর্দায় ভেসে উঠবে কলদাতার নাম। তবে একটি শর্ত আছে সেই নম্বরটি যদি তার নামে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি তা দেখতে পাবেন। আর যদি সেই ব্যক্তি ফেসবুকে এই নাম্বারটি ব্যবহার করে, তাহলে তো দেখতে পাবেন তার ছবিসহ। এই অ্যাপের সাহায্যে আউটগোয়িং কলও ব্লক করা যাবে। অ্যাপটি ডাউনলোড করে দেখুন- আপনার পরিবারের সদস্য কখন কোন মোবাইলে কথা কত মিনিট কথা বলে। Download True callerফেইসবুকঃ
বারংবার মিসড কল বা কল আসা বিরক্তিকর নাম্বারটির নাম ঠিকানা জানতে পারেন আপনার ব্যবহার করা ফেসবুকের মাধ্যমে। এটি জানার জন্য ফেসবুকের সার্চ অপশনে গিয়ে ফোন নাম্বারটি টাইপ করুন। কলদাতা ব্যক্তি যদি এই ফোন নাম্বার দিয়ে তার একাউন্টে ব্যবহার করে, তাহলে তার নাম ঠিকানা ও ছবিসহ দেখাবে।LINE whoscall অ্যাপস
ট্রু কলারের মতোই এটিও অচেনা কলারের রেজিস্টার্ড করা নাম ঠিকানা এবং অন্যান্য তথ্য ও তার মোবাইলে অবস্থান (অন থাকলে) সবকিছু জানাবে আপনাকে বিশ্বের যে কোনো দেশ থেকে।Download LINE whoscallMobile Number Locator অ্যাপস
রেজিস্টার্ড নাম জানবে এইঅ্যাপটি। অ্যাপটির অন্যতম
সুবিধা হচ্ছে, এটি ইন্টারনেট
কানেকশন ছাড়াই কাজ করে। ইনকামিং ও আউটগোয়িং কল
চলাকালীনই কলারের ও
প্রাপকের বিস্তারিত জানিয়ে
দেয় এই অ্যাপ। গুগল ম্যাপের
সাহায্যে এই অ্যাপ কলারের
লোকেশনও দেখিয়ে দেবে। অ্যাপটি ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন –
Download Mobile Number Locator
তবে অনেকই ট্রু কলার ব্যবহার করে। আপনার ইচ্ছা অনুযায়ী সুবিধামত যে কোনটি বেছে নিয়ে ব্যবহার