নতুনদের ক্যারিয়ার গড়ার আকর্ষণীয় সুযোগ দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ‘প্রবেশনারি অফিসার’ পদে উক্ত নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
বাংলাদেশ সরকার কর্তৃক যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত যেকোনো বিষয়ে চার বছরের স্নাতকসহ স্নাতকোত্তর, এমবিএ বা এমবিএম ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম জিপিএ ৪.০০সহ শিক্ষাজীবনের সব পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
বয়স
প্রার্থীর বয়স ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রথম এক বছর শিক্ষানবিশকালীন বেতন হবে প্রতিমাসে ৪০ হাজার টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর বেতন হবে ৫৫ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জানুয়ারি, ২০১৭ থেকে ১০ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত শুধু এখানে ক্লিক করে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পর ADD SKIP অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-