দেশের ১১টি জেলায় অফিসার নিয়োগ দিচ্ছে ল্যাবএইড ফার্মা


জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দেশের আটটি বিভাগীয় শহরসহ মোট ১১টি জেলায় এই নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। ‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে শুধু পুরুষ প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

উচ্চমাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগসহ যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন ও নতুন উভয় প্রার্থীদের পদটিতে আবেদন করার সুযোগ থাকছে।

আবেদন প্রক্রিয়া

বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা নির্দিষ্ট তারিখে উল্লেখিত ফোন নম্বরে যোগাযোগ করে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। সাক্ষাৎকারের জন্য প্রার্থীর নিজ হাতে লেখা আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ছবি এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

বিস্তারিত দেখুন দৈনিক প্রথম আলো পত্রিকায় ২০ জানুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে-



 

Rangpur Today
Related Posts
Previous
« Prev Post