ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৩৯ পদে নিয়োগ
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে রাজস্ব খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পাঁচ ধরনের পদে ৩৯ জন বাংলাদেশি নাগরিককে এই নিয়োগ দেওয়া হবে।
পদসমূহ
ব্যক্তিগত সহকারী পদে একজন, গবেষণাগার সহকারী পদে চারজন, ডাটা এন্ট্রি অপারেটর পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৬ জন, গাড়িচালক পদে সাতজনকে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের পদমর্যাদা অনুযায়ী অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী কয়েকটি পদে কম্পিউটার চালনায় অভিজ্ঞ এবং টাইপ করার ক্ষেত্রে গতিশীল হতে হবে।
অন্যান্য শর্ত
বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা ছাড়া অন্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে মুক্তিযোদ্ধা, এতিম বা প্রতিবন্ধী, আনসার ও উপজাতি কোটাধারী যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
টেলিটকের ওয়েবসাইট (dncrp.teletalk.com.bd) থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ৩১ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে—