দেশের বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদে ৩০০ পদে চাকরি
সম্প্রতি দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিলেট, চট্টগ্রাম, গোপালগঞ্জ, জয়পুরহাট, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও পিরোজপুর জেলার জেলা প্রশাসনের আওতাভুক্ত এসব ইউনিয়ন পরিষদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন এনটিভি অনলাইনে প্রকাশিত ইউনিয়ন পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো :
সিলেট ইউনিয়ন পরিষদে ৪৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
সিলেট জেলা প্রশাসনের অধীন ইউনিয়ন পরিষদগুলোয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ইউপি-২ অধিশাখার স্মারক নম্বর অনুযায়ী ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে ৪৮ জনকে এই নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি কম্পিউটারে টাইপের ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ২০টি শব্দ টাইপ করার মতো গতি থাকতে হবে।
বয়স
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন
জাতীয় বেতনক্রম-২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন হবে প্রতি মাসে নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
সরকার নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরমটি পাওয়া যাবে সিলেট জেলার ওয়েবসাইটে (www.sylhet.gov.bd)। যেকোনো তফসিলি ব্যাংক থেকে ‘জেলা প্রশাসক, সিলেট’-এর অনুকূলে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে তা আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এ ছাড়া আবেদন করার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে। প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত অফিস চলাকালীন ডাকযোগে অথবা সরাসরি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ই-সেবা কেন্দ্রে আবেদনপত্র পাঠাতে হবে।
চট্টগ্রামে ইউনিয়ন পরিষদে ৭০ পদে নিয়োগ
চট্টগ্রাম জেলা প্রশাসনের অধীন ইউনিয়ন পরিষদগুলোয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ইউপি-২ অধিশাখার স্মারক নম্বর অনুযায়ী ‘ইউনিয়ন পরিষদ সচিব’ পদে চারজন এবং ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে ৬৬ জনসহ মোট ৭০ জনকে এই নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
ইউনিয়ন পরিষদ সচিব
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি কম্পিউটারে টাইপের ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ২০টি শব্দ টাইপ করার মতো গতি থাকতে হবে।
বয়স
২০১৭ সালের ৩১ জানুয়ারি অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন
পদমর্যাদা অনুসারে নিয়োগপ্রাপ্তদের বেতন হবে প্রতি মাসে নয় হাজার ৩০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
সরকার নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরমটি পাওয়া যাবে চট্টগ্রাম জেলার ওয়েবসাইট (www.chittagong.gov.bd) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd)। সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ‘জেলা প্রশাসক, চট্টগ্রাম’-এর অনুকূলে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে তা আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এ ছাড়া আবেদন করার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে। প্রার্থীদের আগামী ৩১ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত অফিস চলাকালীন ডাকযোগে অথবা সরাসরি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ই-সেবা কেন্দ্রে আবেদনপত্র পাঠাতে হবে।
গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি
গোপালগঞ্জ জেলা প্রশাসনের অধীন ইউনিয়ন পরিষদগুলোয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের স্মারক নম্বর অনুযায়ী ‘ইউনিয়ন পরিষদ সচিব’ পদে তিনজন এবং ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে ২৪ জনসহ মোট ২৭ জনকে এই নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
ইউনিয়ন পরিষদ সচিব
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি কম্পিউটারে টাইপের ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ২০টি শব্দ টাইপ করার মতো গতি থাকতে হবে।
বয়স
২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন
পদমর্যাদা অনুসারে নিয়োগপ্রাপ্তদের বেতন হবে প্রতি মাসে নয় হাজার ৩০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
সরকার-নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরমটি পাওয়া যাবে গোপালগঞ্জ জেলার ওয়েবসাইটে (www.gopalganj.gov.bd)। ‘জেলা প্রশাসক, গোপালগঞ্জ’-এর অনুকূলে ইউনিয়ন পরিষদ সচিব পদের জন্য ৫০০ টাকা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য ৪০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে তা আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এ ছাড়া আবেদন করার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে। প্রার্থীদের আগামী ৯ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত অফিস চলাকালীন ডাকযোগে অথবা সরাসরি গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে।
জয়পুরহাট ইউনিয়ন পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
জয়পুরহাট জেলা প্রশাসনের অধীন নির্বাচিত ইউনিয়ন পরিষদগুলোয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ইউপি-২ অধিশাখার স্মারক নম্বর অনুযায়ী ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে ২২ জনকে এই নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি কম্পিউটারে টাইপের ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ২০টি শব্দ টাইপ করার মতো গতি থাকতে হবে।
বয়স
২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন
জাতীয় বেতনক্রম-২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন হবে প্রতি মাসে নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
সরকার নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরমটি পাওয়া যাবে জয়পুরহাট জেলার ওয়েবসাইটে (www.joypurhat.gov.bd)। যেকোনো তফসিলি ব্যাংক থেকে ‘জেলা প্রশাসক, জয়পুরহাট’-এর অনুকূলে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে তা আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এ ছাড়া আবেদন করার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে। প্রার্থীদের আগামী ৯ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত অফিস চলাকালীন ডাকযোগে অথবা সরাসরি জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগে আবেদনপত্র পাঠাতে হবে।
কুমিল্লায় ৮০ ইউনিয়ন পরিষদে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন জেলার ৮০টি ইউনিয়ন পরিষদগুলোতে। স্থানীয় সরকার বিভাগ, ইউনিয়ন পরিষদ-২ অধিশাখা-এর স্মারক নং অনুযায়ী ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে ৮০ জনকে এই পদে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি কম্পিউটারে টাইপের ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ২০টি শব্দ টাইপ করার মতো গতি থাকতে হবে। এ ছাড়া পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স
২০১৭ সালের ২ ফেব্রুয়ারি অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন
জাতীয় বেতনক্রম-২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন হবে প্রতি মাসে নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের সরকার নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ডাকযোগে ‘জেলা প্রশাসক, কুমিল্লা’ ঠিকানায় পাঠাতে হবে। সরাসরি আবেদন করা যাবে না। এ ছাড়া প্রার্থীরা ‘dccomilla@mopa.gov.bd’ ঠিকানায় ই-মেইল করার মাধ্যমেও আবেদন করতে পারবেন। সরকার নির্ধারিত আবেদন ফরমটি পাওয়া যাবে ‘www.mopa.gov.bd’ বা ‘www.comilla.gov.bd’ ওয়েবসাইট ঠিকানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন ফরম পূরণ করে কুমিল্লা জেলা প্রশাসকের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে পরীক্ষার ফি বাবদ ৪০০ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে তা আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদন করা যাবে আগামী ২ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত অফিস চলাকালে।
উচ্চ মাধ্যমিক পাসেই ইউনিয়ন পরিষদে চাকরি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নারায়ণগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদগুলোয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ঢাকার স্মারক নম্বর অনুযায়ী ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে ২৫ জনকে এই অস্থায়ী নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদন করতে প্রার্থীদের নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এ ছাড়া কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০টি শব্দ টাইপ করার যোগ্যতা থাকতে হবে।
বয়স
২০১৭ সালের ২৬ জানুয়ারি অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন
জাতীয় বেতনক্রম-২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন হবে প্রতি মাসে নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
নারায়ণগঞ্জ জেলার ওয়েবসাইট (www.narayanganj.gov.bd) বা নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখা থেকে ফরম সংগ্রহ করতে হবে। ওই ফরম প্রার্থীদের নিজ হাতে পূরণ করে ‘জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ’ বরাবর শুধু ডাকযোগে পাঠাতে হবে। আবেদনের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে। প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন ২৬ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।
উচ্চ মাধ্যমিক পাসেই চাকরির সুযোগ ইউনিয়ন পরিষদে
পিরোজপুর জেলার অন্তর্গত বিভিন্ন জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে ২৮ জন বাংলাদেশি নাগরিককে এই অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার পাশাপাশি টাইপিংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের পদটিতে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
বয়স
২২ জানুয়ারি, ২০১৭ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযুদ্ধ কোটাধারী এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন
নিয়োগপ্রাপ্তদের সরকারি বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন দেওয়া হবে মাসিক নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে সংযুক্ত ফরম পূরণ করে ডাকযোগে ‘জেলা প্রশাসক, পিরোজপুর’ ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক হতে ‘জেলা প্রশাসক, পিরোজপুর’ বরাবর ২০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে। আবেদন করা যাবে আগামী ২২ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।