একাধিক পদে জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ


জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের শাখা প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ‘জুনিয়র এক্সিকিউটিভ (আর অ্যান্ড ডি)’ এবং ‘সিনিয়র এক্সিকিউটিভ (আর অ্যান্ড ডি)’ পদে এই নিয়োগ দেওয়া হবে। শুধু পুরুষ প্রার্থীদের এই নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

জুনিয়র এক্সিকিউটিভ (আর অ্যান্ড ডি)

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ বা এমবিএ অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় দক্ষ  হতে হবে। এ ছাড়া আইটি সম্পর্কিত জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সিনিয়র এক্সিকিউটিভ (আর অ্যান্ড ডি)

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ বা এমবিএ অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে। এ ছাড়া আইটি সম্পর্কিত জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া আগ্রহী প্রার্থীরা ‘career.afbl@akij.net’ ঠিকানায় ছবিসহ জীবনবৃত্তান্ত ইমেইল করার মাধ্যমেও আবেদন করতে পারবেন। ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদের জন্য আবেদন করার সুযোগ থাকছে ৩০ ডিসেম্বর এবং ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদের জন্য ২৯ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।

Rangpur Today
Related Posts
Previous
« Prev Post