সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড। ‘অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)’ পদে বাংলাদেশি পুরুষ নাগরিকদের এই নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
যোগ্যতা
ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিগারেট বাজারজাত করণে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি স্মার্ট, চটপটে ও উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে। প্রার্থীদের উচ্চতা হতে হবে ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি। এ ছাড়া বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
বয়স
প্রার্থীদের বয়স ২০১৬ সালের ২৯ ডিসেম্বর সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে মাসিক ১৮ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সব শিক্ষাগত সনদপত্রের সত্যায়িত অনুলিপি, তিনটি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্রের অনুলিপি এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ ‘মানব সম্পদ বিভাগ, একেটিসিএল’ বরাবর আবেদনপত্র নিজে লিখে আবেদন করতে হবে। ২৮ ও ২৯ ডিসেম্বর, ২০১৬ তারিখে বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের ঠিকানা ‘বাড়ি নং ৭৫, রোড ৯/এ, ধানমণ্ডি আবাসিক এলাকা (স্টার কাবাবের পেছনে), ঢাকা-১২০৯’। উল্লেখিত তারিখে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন-