সৈনিক পদে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে আগামী ২২ জানুয়ারি, থেকে ৩০ জুন, ২০১৭ পর্যন্ত

দেশসেবার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সৈনিক পদে যোগদানে আগ্রহী বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকদের এই নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

সৈনিক পদে সাধারণ ট্রেডে (জিডি) নিয়োগ দেওয়া হবে পুরুষ ও মহিলা প্রার্থীদের। এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সৈনিক পদে কারিগরি ট্রেডে নিয়োগ দেওয়া হবে শুধু পুরুষ প্রার্থীদের। এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.০০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ড্রাইভার ট্রেডের জন্য যেকোনো বিষয় থেকে এসএসসি পাস গ্রহণযোগ্য হবে। এ ছাড়া চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স

১৫ নভেম্বর, ২০১৬ পর্যন্ত সাধারণ ট্রেডের প্রার্থীদের বয়স ১৭ থেকে ২০ বছর হতে হবে। পাশাপাশি কারিগরি ট্রেডে ১৫ নভেম্বর, ২০১৬ প্রার্থীদের বয়স ১৭ থেকে ২১ বছর এবং ড্রাইভার ট্রেডে ১৮ থেকে ২১ বছর হতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।

মহিলা প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে। এ ছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।

প্রার্থী নির্বাচন ও প্রশিক্ষণ

ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের মেধা যাচাই করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের ছয় মাস থেকে এক বছরের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগামী ২২ জানুয়ারি, ২০১৭ থেকে ৩০ জুন, ২০১৭ পর্যন্ত  https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মানুযায়ী এবং নির্ধারিত সেনানিবাসে সৈনিক ভর্তি কার্যক্রম শুরু হবে।

বিস্তারিত জানতে ৩ ডিসেম্বর, ২০১৬ দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :

[caption id="attachment_18168" align="aligncenter" width="1200"]সৈনিক পদে সৈনিক পদে[/caption]

 বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এখানে

Admin Mobile No 01761057581
মনে রাখবেন সৈনিক পদে

*** টাকা পরিশোধের আগ পর্যন্ত আপনার আবেদন সম্পূর্ণ হবেনা।

*** টাকা পরিশোধ সম্পূর্ণ হলে, সাইট এ লগইন প্যানেল থেকে আপনার ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন এবং কল আপ লেটার প্রিন্ট করে নিন। প্রিন্ট করতেঃ

***১. প্রিলিমিনারি বোর্ড এবং পরীক্ষার তারিখ নির্বাচন (শুধুমাত্র লং কোর্সের জন্য) করে কল আপ লেটার তৈরি করুন।

***২. প্রিন্ট বাটন সিলেক্ট করে ২৪ ঘণ্টার মধ্যে আপনার কল আপ লেটার প্রিন্ট করে নিন!

Online Application Procedure.


Step 1 - Application formFillup all personal, educational and other information

Step 2 - Image upload


Please Add a Passport Size(236px x 236px) Photograph Photograph Size Must Be Less Than 100KB Photograph Type Must Be JPG/JPEG/GIF/PNG


Step 3 - SMS to teletalk mobile


    • After successfull completion of your application you will receive an Invoice No and a Course ID

    • Go to SMS option from any Teletalk mobile and write the following Msg.



ARMY < space > INVOICE NO < space > COURSE ID



Example: Army 72L818626 1


 

  • Send SMS to 16222

  • Teletalk will send you a SMS with a Pin No for confirmation that Taka 1000/= will be charged from your mobile balance.

  • Again go to SMS option of your Teletalk mobile and write the following Msg.


ARMY < space > YES < space > Pin No

 


Example: Army YES 987654


 

  • Send SMS to 16222.

  • You will receive a User Name and Password in return SMS.

  • Come back to the web www.joinbangladesharmy.mil.bd and login at home page using your invoice number as user id and password.

  • After login you have to Select a Preliminary Center (Board) & a Preliminary Exam Date and Finally if sit available on your desired date then you will see "Get CALLUP Letter" button to generate your CALLUP Letter. (For Long Courses only)

  • After hitting "Get CALLUP Letter" button, a call up letter with interview date and place will be issued.

  • Take a print of your Callup Letter within 24 hours.

  • Again, To view see your personal details, hit "View Personal Details" button.


সৈনিক পদে যোগ দিন


সাংবাদিকতায় আগ্রহী সকল জেলা-উপজেলা পর্যায় পুরুষ ও মহিলা সংবাদদাতা / প্রতিনিধি নিয়োগ করা হবে


আরো চাকরির খবর দেখুন এখানে

Rangpur Today
Related Posts
Previous
« Prev Post