উচ্চ মাধ্যমিক পাসেই চাকরির সুযোগ ইউনিয়ন পরিষদে





পিরোজপুর জেলার অন্তর্গত বিভিন্ন জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’ পদে ২৮ জন বাংলাদেশি নাগরিককে এই অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার পাশাপাশি টাইপিংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের পদটিতে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

বয়স

২২ জানুয়ারি, ২০১৭ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযুদ্ধ কোটাধারী এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

নিয়োগপ্রাপ্তদের সরকারি বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন দেওয়া হবে মাসিক নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া

বিজ্ঞপ্তিতে সংযুক্ত ফরম পূরণ করে ডাকযোগে ‘জেলা প্রশাসক, পিরোজপুর’ ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক হতে ‘জেলা প্রশাসক, পিরোজপুর’ বরাবর ২০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে। আবেদন করা যাবে আগামী ২২ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত জানতে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ২৮ ডিসেম্বর, ২০১৬ প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :








Rangpur Today
Related Posts
Previous
« Prev Post