নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে যমুনা গ্রুপ
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ। ‘সেলস এক্সিকিউটিভ বা ট্রেইনি’ পদে ৩০ জন পুরুষ প্রার্থী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
যোগ্যতা
স্নাতক পাসেই আবেদন করা যাবে। পদটিতে আবেদনের জন্য নতুন প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি প্রার্থীদের লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। পাশাপাশি ‘careerjeal@jamunagroup-bd.com’ ঠিকানায় ই-মেইল করার মাধ্যমেও আবেদন করার সুযোগ থাকছে। এ ছাড়া আগ্রহী প্রার্থীরা ডাকযোগেও আবেদন করতে পারবেন। জীবনবৃত্তান্ত আবেদন করার ঠিকানা ‘জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন), যমুনা ফিউচার পার্ক, কা-২৪৪, প্রগতি সরণি, কুড়িল, বারিধারা, ঢাকা-১২২৯’। আবেদন করা যাবে ২৭ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।