প্রাণ গ্রুপ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের আধুনিক সুপারশপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘সেলস এক্সিকিউটিভ’ পদে এই নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পাস বা স্নাতকে অধ্যয়নরত প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সুন্দর বাচন-ভঙ্গি, উপস্থাপনে দক্ষ, সম্পর্ক উন্নয়নে সক্ষম এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনার জ্ঞান থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হবে। পরীক্ষার দিনই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করতে সদ্য তোলা দুই কপি ছবি, সকল পরীক্ষা পাসের মূল সনদপত্র, জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং জীবনবৃত্তান্ত সঙ্গে নিতে হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ‘প্রাণ এইচআরএম ডিপার্টমেন্ট, হোসেন সুপার মার্কেট (লেভেল-০৬), উত্তর বাড্ডা, ঢাকা-১২১২’ ঠিকানায়। আগামী ৩, ১০, ১৭, ২৪ ও ৩১ জানুয়ারি, ২০১৭ সকাল ১০টায় উল্লেখিত ঠিকানায় পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ১ জানুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :