স্মার্টফোন গরম হয়ে যাচ্ছে? জেনে নিন করণীয় ও সমাধান দেখুন বিস্তারিত


নানান কারণেই বেশিরভাগ স্মার্টফোনই অতিরিক্ত গরম হয়ে যায়। গেমস, চার্জিং, ভিডিও কিংবা অন্য কোনও অ্যাপ ব্যবহারের সময় এ সমস্যাটি বেশি দেখা দেয়।
ধারাবাহিকভাবে প্রসেসিং ক্ষমতা বাড়ানো এবং বড় ব্যাটারির সঙ্গে ফাস্ট-চার্জিং প্রযুক্তি ব্যবহারের ফলে বেশিরভাগ স্মার্টফোনই দ্রুত গরম হয়ে যায়।
যদিও এটি বড় ধরনের কোনো সমস্যা নয়। তারপরও প্রাথমিক অবস্থায় কিছু কৌশল জানা থাকলে এ সমস্যার সমাধান করা সম্ভব.....
১. এক ফোনের চার্জার এবং ব্যাটারি আরেক ফোনে ব্যবহার করলে ডিভাইস অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। সেজন্য নির্দিষ্ট স্মার্টফোনের জন্য নির্দিষ্ট চার্জার এবং ব্যাটারি ব্যবহার করতে হবে।
২. স্মার্টফোনের কভার তাপকে ভিতরে আটকে রাখে। তাই ফোন চার্জে দেওয়ার সময় কিংবা দীর্ঘক্ষণ ধরে ফোন ব্যবহার করার সময় কভার কেসটি খুলে রাখা যেতে পারে। এতে স্মার্টফোন খুব বেশি গরম হবে না।
৩. গেমস খেললেও স্মার্টফোন গরম হয়ে যায়। এক্ষেত্রে স্মার্টফোনটিকে শুষ্ক বা ঠান্ডা স্থানে রাখুন। অতিরিক্ত গরম হয়ে গেলে তাই গেমস না খেলাই ভালো।
৪. কিছু অ্যাপ আছে যেগুলো প্রসেসিং ক্ষমতার ওপর অনেক বেশি চাপ সৃষ্টি করে। ফলে ডিভাইস অতিরিক্ত গরম হয়ে যায়। অর্থাৎ এই অ্যাপগুলো পরোক্ষভাবে স্মার্টফোনকে অতিরিক্ত গরম করে দেয়। তাই এগুলোকে চিহ্নিত করে স্মার্টফোন থেকে এসব অ্যাপ আন-ইনস্টল করে দিতে হবে।
৫. চার্জে দেওয়ার সময় ফোন বিছানায় কিংবা সোফায় রাখার পরিবর্তে শক্ত কোনও জায়গায় রাখুন। এতে করে তাপ বের হয়ে আসবে।
৬. কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘক্ষণ ধরে ফোন চার্জে দিয়ে রাখলেও ডিভাইসটি অনেক গরম হয়ে যায়। সেক্ষেত্রে এই বিষয়টির দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ফোন সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়ার পর সেটা চার্জার থেকে খুলে নেওয়াই ভালো। তা নাহলে ব্যাটারির ক্ষতিও হতে পারে।

Rangpur Today
Related Posts
Previous
« Prev Post