সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ‘মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিষয়সহ স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া
সরাসরি সাক্ষাৎকারের জন্য নির্ধারিত দিনই আবেদন করতে হবে। প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সাক্ষাৎকারের জন্য ‘হাউস-৬২, রোড-৭/এ, ধানমণ্ডি আর/এ, ঢাকা-১২০৫’ ঠিকানায় উপস্থিত হতে হবে। আগামী ৪ ও ৫ জানুয়ারি, ২০১৭ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ৩০ ডিসেম্বর, ২০১৬ প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :