আজকে আমি আপনাদেরকে ফুলকোর্স ভিডিও এডিটিং শেখাবো, যা আপনারা কল্পনাও করতে পারেননি তাই দেখাবো। বিয়ের ফাংশন, পিকনিক ও বিভিন্ন ফাংশনের ভিডিও তাছাড়া ডিজিটাল ক্যামেরা ও মোবাইল এখনতো অনেকরই হাতে, তাই এসব কাজ কাজ ঘরে বসে নিজের মতো করে তৈরী করতে পারেন। যারা কম্পিউটার কিছুটা চালাতে পারে তারা চাইলে ভিডিও এডিটিংয়ের কাজটা নিজেই করতে পারেন। বাজারে অনেক ধরণের এডিটিং সফটওয়্যার থাকলেও Ulead Studio 10, তুলনামূলক ভাবে সহজ। এখানে একই সাথে অডিও এডিটর, ভিডিও এডিটর, ভিডিও পেইন্ট, ভিডিও ক্যাপচার, এনিমেশন তৈরী এবং ভিডিওকে সিডিতে রাইট করা যাবে।
♦ ভিডিও স্লো করতে পারবেন ও ফাস্ট করাও যাবে।
♦ এখানে আপনি আপনার ভিডিও এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে যে কোন ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারবেন। তাতে মনে হবে আপনি আকাশে উড়ছেন, সাগরে হাটছেন।
♦ এখানে ভিডিও এর অডিও পরিবর্তন করে অন্য অডিও যেমন গান, ভয়েস ইত্যাদি যোগ করা যাবে।
♦ ভিডিও মধ্যে বিভিন্ন লেখা যোগ করতে পারবেন।
♦ বিভিন্ন ইফেক্ট প্রদান করে ভিডিও মধ্যে নান্দনিক ছন্দ দিতে পারবেন। ভিডিওতে বৃষ্টি, রোদ,বাতাস যোগ করতে পারবেন।
♦ ভিডিও এর উপরের ও নিচের দিকে কালো বর্ডার দেওয়া ইউলিড মিডিয়া স্টুডিওতে খুবই সহজ।
♦ ভিডিও কে উপর, নিচ বা ডান, বামে উল্টানো
♦ স্থির চিত্র দ্বারা ভিডিও তৈরী
নিচের লিংকে ক্লিক করে যে পেজ আসবে সেখান থেকে আপনার দরকার অনুসারে টিউটোরিয়ালটিতে ক্লিক দিলে দেখতে পাবেন।
টিউটোরিয়ালটি দেখার জন্য ক্লিক করুন এখানে
ভাল লাগলে শেয়ার করবেন।
এই টিউটোরিয়াল প্রথমিকভাবে কি কি শিখতে পারবেনঃ
♦ ভিডিও অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিতে পারবেন। বিভিন্ন অংশ যোগ করতে পারবেন।♦ ভিডিও স্লো করতে পারবেন ও ফাস্ট করাও যাবে।
♦ এখানে আপনি আপনার ভিডিও এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে যে কোন ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারবেন। তাতে মনে হবে আপনি আকাশে উড়ছেন, সাগরে হাটছেন।
♦ এখানে ভিডিও এর অডিও পরিবর্তন করে অন্য অডিও যেমন গান, ভয়েস ইত্যাদি যোগ করা যাবে।
♦ ভিডিও মধ্যে বিভিন্ন লেখা যোগ করতে পারবেন।
♦ বিভিন্ন ইফেক্ট প্রদান করে ভিডিও মধ্যে নান্দনিক ছন্দ দিতে পারবেন। ভিডিওতে বৃষ্টি, রোদ,বাতাস যোগ করতে পারবেন।
♦ ভিডিও এর উপরের ও নিচের দিকে কালো বর্ডার দেওয়া ইউলিড মিডিয়া স্টুডিওতে খুবই সহজ।
♦ ভিডিও কে উপর, নিচ বা ডান, বামে উল্টানো
♦ স্থির চিত্র দ্বারা ভিডিও তৈরী
নিচের লিংকে ক্লিক করে যে পেজ আসবে সেখান থেকে আপনার দরকার অনুসারে টিউটোরিয়ালটিতে ক্লিক দিলে দেখতে পাবেন।
টিউটোরিয়ালটি দেখার জন্য ক্লিক করুন এখানে
ভাল লাগলে শেয়ার করবেন।