তরুণদের জন্য চাকরির সুযোগ দিচ্ছে ব্র্যাক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সেবাদানকারী প্রতিষ্ঠান ব্র্যাক। তরুণদের চাকরির সুযোগ দিয়ে ‘স্টাফ রিসার্চার’ পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে প্রথম বিভাগ বা সিজিপিএ কমপক্ষে ৩.৫০ প্রাপ্ত হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের যোগাযোগে দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের ওয়েবসাইট ‘bit.ly/2hOBSgx’ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া ‘resume@brac.net’ ইমেইল ঠিকানায় জীবনবৃত্তান্ত ইমেইল করার মাধ্যমেও আবেদন করা যাবে। ইমেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন করা যাবে ১২ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।