আকিজ গ্রুপে নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের শাখা প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ‘এক্সিকিউটিভ, বিজনেস ডেভেলপমেন্ট’ পদে শুধু পুরুষদের এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বা পরিসংখ্যান বিষয়ে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। ‘মার্কেটিং অ্যান্ড মার্কেট রিসার্চ’ বিষয়ে ট্রেইনিং কোর্স সম্পন্ন থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা
প্রার্থীদের পদটিতে আবেদনের জন্য এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে নতুন প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ‘career.afbl@akij.net’ ঠিকানায় ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া বিডিজবস ডটকমের মাধ্যমেও আবেদন করা যাবে। আবেদন করার সুযোগ থাকছে ২৮ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।