মেরী স্টোপস বাংলাদেশ বিভিন্ন পদে জনবল নিয়োগ

মেরী স্টোপস বাংলাদেশমেরী স্টোপস বাংলাদেশ একটি প্রথম সারির NGO যা Marie Stopes International (MSI), UK এর সদস্য। মেরী স্টোপস বিশ্বের  ৩৭ টি দেশে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নারী,  পুরুষ ও কিশোর-কিশোরীদের মাঝে তাদের সাধ্যেরমধ্যে প্রজনন স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।  মেরী স্টোপস বাংলাদেশ এর অধীনে উল্লেখিত জেলা সমূহে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবামূলক প্রকল্পে উল্লেখিত পদের জন্য দক্ষ ও অভিজ্ঞ কর্মী আবশ্যক।

কর্মস্থল: বগুড়া, সাতক্ষীরা, মাদারীপুর, টাংগাইল, বরগুনা, পটুয়াখালী, সাভার, ঢাকা, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, নাটোর, জিনায়দহ্, নারায়ণগঞ্জ  ও   শরিয়তপুর

Job Requirements



  • মাতৃ স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানে/পরিবার পরিকল্পনা সেবা দানকারী প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে ১/২ বছর কাজ করার অভিজ্ঞতা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

  • প্রার্থীদেরকে স্মার্ট, উদ্যোমী ও কর্মঠ হতে হবে।





No of Vacancies: ১৬ জন





Salary




আলোচনা সাপেক্ষে।



Desired Education


প্রার্থীদের যে কোন বিভাগে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। মাস্টার্স পাশ প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।



আগ্রহী প্রার্থীদেরকে দুইকপি পাসপোর্ট সাইজের ছবি, দুইজন পরিচয়দানকারীর (অনাত্মীয়) নাম, ঠিকানাসহ [যার একজনকে অবশ্যই পূর্বের/বর্তমান কর্মস্থলের হতে হবে] পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অথবা মেরী স্টোপস বাংলাদেশ এর নির্ধারিত CV ফরমে প্রয়োজনীয় শিক্ষাগত, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের কাগজপত্রসহ আগামী  ২৬ জানুয়ারী ২০১৭ ইং তারিখের মধ্যে মহা-ব্যবস্থাপক, মানব সম্পদ ও প্রশাসন, মেরী স্টোপস বাংলাদেশ, বাড়ী # ৬/২, ব্লক # এফ, কাজী নজরুল ইসলাম রোড, লালমাটিয়া হাউজিং এস্টেট, ঢাকা - ১২০৭ ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। CV ফরম পাওয়া যাবে {www.mariestopes-bd.org/apply-job} এই লিংকে।

আবেদনপত্র ও খামের উপর প্রার্থীত পদ ও কর্মস্থলের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
মেরী স্টোপস বাংলাদেশ এ কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

মেরী স্টোপস বাংলাদেশ কর্মক্ষেত্রে সুষ্ঠু ও সহায়ক কর্ম পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
N:B: যে কোন ধরনের তদ্বির প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে।

 

মেরী স্টোপস বাংলাদেশ একটি প্রথম সারির NGO যা Marie Stopes International (MSI), UK এর সদস্য। মেরী স্টোপস বিশ্বের  ৩৭ টি দেশে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নারী,  পুরুষ ও কিশোর-কিশোরীদের মাঝে তাদের সাধ্যেরমধ্যে প্রজনন স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।  মেরী স্টোপস বাংলাদেশ এর অধীনে উল্লেখিত জেলা সমূহে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবামূলক প্রকল্পে উল্লেখিত পদের জন্য দক্ষ ও অভিজ্ঞ কর্মী আবশ্যক।

​কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, শরিয়তপুর ও পবনা

Job Requirements



  • প্রার্থীকে মাঠ পর্যায়ে মার্কেটিং, Reproductive Health, BCC, Service Marketing - এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

  • মাতৃ স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানে/পরিবার পরিকল্পনা সেবা দানকারী প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে ১/২ বছর কাজ করার অভিজ্ঞতা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

  • প্রার্থীদেরকে স্মার্ট, উদ্যোমী ও কর্মঠ হতে হবে।





No of Vacancies:




০৬ জন



 



Desired Education


প্রার্থীকে যে কোন বিষয়ে মাস্টার্স পাশ হতে হবে।




 

আগ্রহী প্রার্থীদেরকে দুইকপি পাসপোর্ট সাইজের ছবি, দুইজন পরিচয়দানকারীর (অনাত্মীয়) নাম, ঠিকানাসহ [যার একজনকে অবশ্যই পূর্বের/বর্তমান কর্মস্থলের হতে হবে] পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অথবা মেরী স্টোপস বাংলাদেশ এর নির্ধারিত CV ফরমে প্রয়োজনীয় শিক্ষাগত, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের কাগজপত্রসহ আগামী  ২৬ জানুয়ারী ২০১৭ ইং তারিখের মধ্যে মহা-ব্যবস্থাপক, মানব সম্পদ ও প্রশাসন, মেরী স্টোপস বাংলাদেশ, বাড়ী # ৬/২, ব্লক # এফ, কাজী নজরুল ইসলাম রোড, লালমাটিয়া হাউজিং এস্টেট, ঢাকা - ১২০৭ ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। CV ফরম পাওয়া যাবে {www.mariestopes-bd.org/apply-job} এই লিংকে।

মেরী স্টোপস বাংলাদেশ কর্মক্ষেত্রে সুষ্ঠু ও সহায়ক কর্ম পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
N:B:  যে কোন ধরনের তদ্বির প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে।

আবেদনপত্র ও খামের উপর প্রার্থীত পদ ও কর্মস্থলের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
মেরী স্টোপস বাংলাদেশ এ কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

Rangpur Today
Related Posts
Previous
« Prev Post