১০ কার্যদিবসের মধ্যে পুল শিক্ষকদের নিয়োগের নির্দেশ

ডেস্ক: অবশেষে জয় হলো পুল শিক্ষকদের। আগামী ১০ কার্যদিবসের মধ্যে পুল শিক্ষকদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। যোগদানের তথ্যও অধিদফতরে পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী পুলভুক্ত শিক্ষকদের নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই নির্দেশনা বাস্তবায়ন করতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মো. আবদুর রউফ স্বাক্ষরিত একটি চিঠি ৬১টি জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। ২১ নভেম্বর ওই চিঠিতে স্বাক্ষর করেন আবদুর রউফ।

জানা গেছে, ২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা লিখিত নিয়োগ পরীক্ষায় ৪৪ হাজারের বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ২৭ হাজার ৭২০ জন। এদের মধ্যে নিয়োগ দেয়া হয় মাত্র ১২ হাজার ৭০১ জনকে। অবশিষ্ট ১৫ হাজার ১৯ জনকে পুল শিক্ষক হিসেবে রাখা হয়। সরকারি শিক্ষকদের প্রশিক্ষণ, বিদেশযাত্রা, ভ্রমণ, হজে যাওয়া, মাতৃত্বকালীনসহ নানা কারণে বড় ছুটিতে পুল শিক্ষকরা তখন দায়িত্ব পালন করেন।

Rangpur Today
Related Posts
Previous
« Prev Post