বিভিন্ন পদে নতুনদের নিয়োগ দেবে প্রাণ


চাকরির অভিজ্ঞতা ছাড়াই নতুনদের স্বপ্নের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে প্রাণ গ্রুপ। ‘ম্যানেজমেন্ট ট্রেইনি- অ্যাকাউন্টস’, ‘অ্যাসিস্টেন্ট ম্যানেজার- অ্যাকাউন্টস’ এবং ‘অ্যাসিস্টেন্ট প্রোডাক্ট ম্যানেজার (এপিএম)’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

ম্যানেজমেন্ট ট্রেইনি- অ্যাকাউন্টস

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে এমবিএ, এমবিএস বা এমকম ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী এবং যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া নিয়োগ প্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা, দিনাজপুর, হবিগঞ্জ, নরসিংদী নাটোর ও পাবনা জেলায়।

অ্যাসিস্টেন্ট ম্যানেজার- অ্যাকাউন্টস

ভালো ফলাফলসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (সিসি) সম্পন্ন হতে হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় দক্ষ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা ও নরসিংদী জেলায়।

অ্যাসিস্টেন্ট প্রোডাক্ট ম্যানেজার (এপিএম)

যেকোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ এবং এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফলাফলের জন্য অপেক্ষারত প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। শিক্ষাজীবনের যেকোনো ক্ষেত্রে ফলাফল জিপিএ বা সিজিপিএ ২.৫০-এর কম থাকলে তা কোনোক্রমেই গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি প্রার্থীদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী এবং যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া উল্লেখিত পদে জন পুরুষ প্রার্থীদের এই নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ছবিসহ বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ‘ম্যানেজমেন্ট ট্রেইনি- অ্যাকাউন্টস’ পদে আবেদন করা যাবে ১৫ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত। এ ছাড়া বাকি পদ দুটিতে প্রার্থীরা ২১ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

Rangpur Today
Related Posts
Previous
« Prev Post