একাধিক পদে জনবল নিয়োগ দেবে মীনা বাজার
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপার শপ মীনা বাজার। ‘এক্সিকিউটিভ, ট্রেইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট’ এবং ঢাকা শহরের বিভিন্ন শাখায় ‘এক্সিকিউটিভ, আউটলেট’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
এক্সিকিউটিভ, ট্রেইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ এবং কম্পিউটার চালনায় জ্ঞানসম্পন্ন হতে হবে।
এক্সিকিউটিভ, আউটলেট (ফর ঢাকা আউটলেট)
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ এবং কম্পিউটার চালনায় জ্ঞানসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া আগ্রহী প্রার্থীরা ছবিসহ জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠিয়েও আবেদন করতে পারবেন। আবেদন করার ঠিকানা ‘সিনিয়র ম্যানেজার, এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, জেমকন ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস লিমিটেড (মীনা বাজার), হাউজ- ৪৪, রোড- ১৬ (ওল্ড ২৭), ধানমণ্ডি, ঢাকা-১২০৯’। আবেদন করা যাবে ০১ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন-