তরুণদের চাকরির সুযোগ দিচ্ছে আকিজ মোটরস
তরুণদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ মোটরস। ‘এক্সিকিউটিভ—সেলস অ্যান্ড মার্কেটিং (স্পেয়ার পার্টস)’ পদে এই নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
যোগ্যতা
অটোমোবাইল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। পাশাপাশি এমবিএ ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা একটি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, ফোন নম্বরসহ জীবনবৃত্তান্ত ‘হেড অব হিউম্যান রিসোর্সেস, আকিজ মোটরস, আকিজ সেন্টার, ৯৭ শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, সাতরাস্তা মোড়, তেজগাঁও আই/এ, ঢাকা-১২০৮’ ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ১৮ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।