জনবল নিয়োগ দেবে কনকর্ড গ্রুপ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কনকর্ড গ্রুপের শাখা প্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড। ‘সিনিয়র এক্সিকিউটিভ—সেলস অ্যান্ড মার্কেটিং’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ এবং বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া আগ্রহী প্রার্থীরা ডাকযোগেও আবেদন করতে পারবেন। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদন করতে হবে ‘হেড অব এইচআরডি, কনকর্ড গ্রুপ অব কোম্পানিজ, কনকর্ড সেন্টার, ৪৩ নর্থ সি/এ, গুলশান-২, ঢাকা-১২১২’ ঠিকানায়। আবেদন করার সুযোগ থাকছে ২৫ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।