নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মীনা বাজার। ঢাকার বিভিন্ন আউটলেটে ‘এক্সিকিউটিভ’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট পদে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ এবং কম্পিউটার (মাইক্রোসফট অফিস ও আউটলুক) ব্যবহারে দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া ‘এসআর ম্যানেজার, এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, জেমকন ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস লিমিটেড (মীনা বাজার), হাউস : ৪৪, রোড : ১৬ (ওল্ড ২৭), ধানমণ্ডি, ঢাকা-১২০৯’ ঠিকানায় সদ্য তোলা একটি পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করা যাবে। আবেদনের সুযোগ থাকছে ২৭ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।