কানাডীয় দূতাবাসে নিয়োগ, বার্ষিক বেতন ৫ লাখ ৫৫ হাজার




নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানী ঢাকায় অবস্থিত কানাডীয় হাইকমিশন। ‘অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট—অ্যান্টিসিপেটরি স্টাফিং’ পদে বাংলাদেশের নাগরিকদের নিয়োগের জন্য আবেদনের আহ্বান জানানো হয়েছে।

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে অত্যন্ত পারদর্শী হতে হবে। এ ছাড়া এমএস ওয়ার্ড, এমএস আউটলুক ও ইন্টানেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

শুধু ই-মেইলের মাধ্যমে পদটিতে আবেদন করা যাবে। প্রার্থীরা আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ‘dhakaHR@international.gc.ca’ ঠিকানায় ই-মেইল করতে পারবেন। ই-মেইলের বিষয়ে ‘COMPETITION NOTICE DHAKA-2016-002’ উল্লেখ করতে হবে। আবেদন করার শেষ তারিখ ২৩ নভেম্বর, ২০১৬।

বিস্তারিত জানতে বাংলাদেশ কানাডিয়ান হাইকমিশনের ওয়েবসাইটে (bit.ly/2fUNj5R) প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :






Rangpur Today
Related Posts
Previous
« Prev Post