বিভিন্ন পদে চাকরি দিচ্ছে পেপসি




বাংলাদেশে ‘পেপসি’ উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ‘ট্রান্সকম বেভারেজেস লিমিটেড’ বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চার ধরনের পদে এ নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে :

অপারেটর বা টেকনিশিয়ান

মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস বা মেরিনে দুই বছরের ট্রেড কোর্সসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

বোতল ইন্সপেক্টর

মাধ্যমিক পাস এবং বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে।

ফর্ক লিফট অপারেটর

ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের জন্য বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

শিপিং সহকারী

উচ্চমাধ্যমিক পাস এবং দুই থেকে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। এ ছাড়া প্রার্থীদের কম্পিউটার জ্ঞান থাকতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স ১৯ থেকে ২৫ বছর।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ‘জেনারেল ম্যানেজার—হিউম্যান রিসোর্সেস, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড, ১২-১৩ কালুরঘাট শিল্প এলাকা, চট্টগ্রাম’ ঠিকানায়। আবেদনের সুযোগ থাকবে ৭ নভেম্বর-২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ১ নভেম্বর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :   






Rangpur Today
Related Posts
Previous
« Prev Post