ঢাকা বাণিজ্যমেলায় বিক্রয়কর্মী নিয়োগ দিচ্ছে ফিট এলিগেন্স















ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৭ উপলক্ষে বিক্রয়কর্মী (সেলস এক্সিকিউটিভ ট্রেড ফেয়ার) নিয়োগ দিচ্ছে ফিট এলিগেন্স। খণ্ডকালীন ও পূর্ণকালীন পদে এই অস্থায়ী নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

স্নাতক পাস বা স্নাতক শিক্ষার্থীরা পদটির জন্য আবেদন করতে পারবেন। অনভিজ্ঞদের জন্য আবেদনের সুযোগ থাকছে। তবে সংশ্লিষ্ট পদে কাজ করার অভিজ্ঞতাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া খণ্ডকালীন কর্মীদের ছয় ঘণ্টা কাজ করতে হবে।

বেতন

বাণিজ্যমেলার এক মাসে পদটির জন্য বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। এ ছাড়া মেলায় প্রবেশ টিকেট ও যাতায়াত ভাতা হিসেবে প্রতিদিন একশ টাকা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে দুটি পাসপোর্ট আকৃতির ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে ‘ফিট এলিগেন্স লিমিটেড, ১৮৬ শান্তা ওয়েস্টার্ন টাওয়ার (গ্রাউন্ড ফ্লোর), বীর উত্তম মীর শওকত রোড, তেজগাঁও আই/এ, ঢাকা-১২০৮’ ঠিকানায়। এ ছাড়া যেকোনো প্রয়োজনে কল করা যাবে ‘+৮৮-০২-৮৮৭৮৭৪৭’ ও ‘+৮৮০-১৮১৯৪৫৩৭৬৬’ নম্বরে। আবেদন পাঠানোর খামের ওপর ‘সেলস এক্সিকিউটিভ ট্রেড ফেয়ার (এসইটিএফ)’ লিখতে হবে। আবেদনের সুযোগ থাকছে ২০ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।

বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন :













Rangpur Today
Related Posts
Previous
« Prev Post