নতুনদের জন্য আকিজ গ্রুপে চাকরির সুযোগ


আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ মোটরসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘এক্সিকিউটিভ-সেলস (কমার্শিয়াল ভেহিকেলস)’ পদে ৫০ জন এবং ‘এক্সিকিউটিভ-সেলস (ইলেকট্রিক মোটরসাইকেল)’ পদে ৫০ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

এক্সিকিউটিভ-সেলস (কমার্শিয়াল ভেহিকেলস)

এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি যে কোনো সমস্যা সমাধানে দক্ষ ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এ ছাড়া প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

এক্সিকিউটিভ-সেলস (ইলেকট্রিক মোটরসাইকেল)

এমবিএ ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। অটোমোবাইল কোম্পানিতে সেলস ও মার্কেটিং বিভাগে এক থেকে দুই বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যে কোনো সমস্যা সমাধানে দক্ষ ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এ ছাড়া প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

শুধু ডাকযোগে আবেদন করা যাবে। সদ্য তোলা পাসপোর্ট আকৃতির ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে ‘হেড অব হিউম্যান রিসোর্সেস, আকিজ মোটরস, আকিজ সেন্টার, ৯৭ শহীদ তাজউদ্দীন আহমেদ স্মরণী, সাতরাস্তা মোড়, তেজগাঁও আই/এ, ঢাকা-১২০৮’ ঠিকানায়। আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন পাঠানোর সুযোগ পাওয়া যাবে ১৫ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

Rangpur Today
Related Posts
Previous
« Prev Post