বেনাপোল কাস্টমস হাউজে ৯৪ চাকরি






বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের কাস্তমস হাউজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পদে ৯৪ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে-

কম্পিউটার অপারেটর পদে চারজন, সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে দুজন, উচ্চমান সহকারী পদে ছয়জন, ক্যাশিয়ার পদে একজন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে দুজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচজন, গাড়িচালক পদে ১০ জন, টেলিফোন অপারেটর পদে একজন, সিপাই পদে ৫৬ জন, ফটোকপি অপারেটর পদে দুজন, ইলেকট্রিশিয়ান পদে একজন, অফিস সহায়ক পদে তিনজন এবং নিরাপত্তা প্রহরী পদে একজন নিয়োগ দেওয়া হবে।

পদগুলোতে মর্যাদা অনুযায়ী অষ্টম শ্রেণি থেকে স্নাতক পাস প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আট হাজার ২৫০ টাকা থেকে শুরু করে পদনুযায়ী বেতন দেওয়া হবে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত। আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩১ অক্টোবর, ২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিল থাকবে।

আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৫ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে দৈনিক কালেরকণ্ঠ পত্রিকায় ৫ অক্টোবর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন-







Rangpur Today
Related Posts
Previous
« Prev Post