উচ্চ মাধ্যমিক পাসেই যোগ দিন বাংলাদেশ মেরিন একাডেমিতে


বাংলাদেশ মেরিন একাডেমির ৫৩ ব্যাচে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাসেই পদটিতে আবেদন করা যাবে। আবেদনের জন্য বিস্তারিত :

শিক্ষাগত যোগ্যতা

উচ্চ মাধ্যমিক পাসেই আবেদন করা যাবে পদটিতে। প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। এ ছাড়া উচ্চ মাধ্যমিকে পদার্থ ও গণিতে আলাদাভাবে জিপিএ ৩.৫০ এবং ইংরেজিতে জিপিএ ৩.০০ বা আইইএলটিএসের স্কোর গড়ে ৫.৫ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে কমপক্ষে দুটি বিষয়ে বি গ্রেড থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে। প্রার্থীদের ওজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিএমআই চার্ট অনুযায়ী হতে হবে। নটিক্যালে আবেদনের জন্য প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। তবে ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য দৃষ্টিশক্তি ৬/১২ হলেও আবেদন করা যাবে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের বয়স আগামী ৩১ ডিসেম্বর-২০১৬ তারিখে সর্বোচ্চ ২১ বছর হতে হবে। শুধু অবিবাহিত বাংলাদেশের নাগরিকরাই আবেদন করতে পারবেন পদটিতে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সোনালী ব্যাংকের ওয়েবসাইট ঠিকানায় আবেদন ফরম পূরণ করতে পারবেন। এক হাজার ১০০ টাকা আবেদন ফি জমা দেওয়া লাগবে। আবেদন করা যাবে ৬ অক্টোবর-২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলোয় ২৯ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।


Rangpur Today
Related Posts
Previous
« Prev Post