এক্সিকিউটিভ নিয়োগ দিচ্ছে আড়ং



জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আড়ং। কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন পদে একজনকে ঢাকার অভ্যন্তরে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত।

যোগ্যতা

মার্কেটিং বা এই সংশ্লিষ্ট বিষয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি বা সিজিপিএ ২.০০-এর কম বা সমমান থাকলে আবেদন করা যাবে না।  পাশাপাশি আবেদনকারীদের কমপক্ষে দুই থেকে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা পদগুলোতে আবেদনের জন্য জীবনবৃত্তান্ত ও আগ্রহপত্র (লেটার অব ইন্টারেস্ট) পাঠাতে পারবেন career.aarong@brac.net ইমেইল ঠিকানায়। ইমেইলের বিষয় স্থানে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এ ছাড়া আবেদনপত্র পাঠানো যাবে ‘মানবসম্পদ বিভাগ, আড়ং, আড়ং সেন্টার, ৩৪৬ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮’ ঠিকানায়। ডাকযোগে পাঠানোর ক্ষেত্রে খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন করা যাবে ৭ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।


Rangpur Today
Related Posts
Previous
« Prev Post